0 votes
বাংলা সাহিত্য বিভাগে -
সার্থক জনম আমার জন্মভূমি সম্পর্কে কিছু?
সার্থক জনম আমার কবিতার প্রশ্ন উত্তর ?
1.5k বার দেখা

1 টি উওর

0 votes
-
১। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬১ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।

২। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

৩। তিনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৪১ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন।

৫। তাঁর পিতার নাম কী?
উত্তর : তাঁর পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

৬। ‘জন্মভূমি’ কবিতাটির কবি কে?
উত্তর : ‘জন্মভূমি’ কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

৭। কোনটি কবিকে আকুল করে?
উত্তর : ফুলের গন্ধ কবিকে আকুল করে।

৮। কবির কাছে মাতৃভূমি কিসের মতো?
উত্তর : কবির কাছে মাতৃভূমি মায়ের মতো।

৯। কার জনম সার্থক?
উত্তর : কবির জনম সার্থক।

১০। কবি দেশকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর : কবি দেশকে মা বলে সম্বোধন করেছেন।

১১। দেশের ছায়ায় কার অঙ্গ জুড়ায়?
উত্তর : দেশের ছায়ায় কবির অঙ্গ জুড়ায়।

১২। বনের ফুলের ঘ্রাণ কী রকমের?
উত্তর : বনের ফুলের ঘ্রাণ আকুল করা।

১৩। চাঁদ কোথায় ওঠে?
উত্তর : চাঁদ গগনে (আকাশে) ওঠে।

১৪। আঁখি মেলে কবি প্রথম কী দেখেছেন?
উত্তর : আঁখি মেলে কবি প্রথম দেশের আলো দেখেছেন।

১৫। কবির চোখ কী দেখে জুড়াল?
উত্তর : কবির চোখ দেশের আলো দেখে জুড়াল।

১৬। ‘জন্মভূমি’ কবিতা কোন দেশকে উদ্দেশ করে লেখা?
উত্তর : ‘জন্মভূমি’ কবিতা বাংলাদেশকে উদ্দেশ করে লেখা।

১৭। দেশের আলোতে নয়ন রেখে কবি কী করবেন?
উত্তর : দেশের আলোতে নয়ন রেখে কবি নয়ন মুদবেন।

১৮। ‘মুদব নয়ন’ দ্বারা কবি কী ইঙ্গিত করেছেন?
উত্তর : ‘মুদব নয়ন’ দ্বারা কবি মৃত্যুকে ইঙ্গিত করেছেন।

১৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।

✓✓ সম্পর্কিত প্রশ্নসমূহ

0 উত্তর
15 জন অনলাইনে আছেন
সদস্য 0 অতিথি 15 আছেন
আজকে ভিজিটর : 22190
গতকাল ভিজিটর : 24686
সর্বমোট ভিজিটর : 6572715

জনপ্রিয় প্রশ্নসমূহ (গত 30 দিনের)

  1. আমি একজন প্রবাসি।আমার বয়স ২৫বছর। আমি না বুঝে ই হস্তমৈথুন শুরু করেছিলাম। গত  ১৪বছর ধরে আমি হস্তমৈথুন করছি। কিন্তু এখন আমার লিঙ্গ চিকন ও ছোট হয়ে গেছে । লিঙ্গ ও অন্ডকোশ পূর্বের জায়গা থেকে সরে নিচে ঝুলে গেছে। লিঙ্গ আগের মতো আর দাড়ায় না। অনুভূতি অনেক কম। দূশ্চিন্তায় এখন আমি চাকরি করতে পারছিনা। খেতে পারছিনা,ঘুমাতে পারছিনা।এখন‌ এ সমস্যা কী সম্পুর্ন ভালো করা সম্ভব ভবিষ্যতে কি আমি সন্তান জন্ম দিতে পারব আমি কি আমার স্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবোবি:দ্র: এখন হস্তমৈথুন বাদ দিয়েছি ১ মাস হলো তার পরেও মাঝে মধ্যে হাত দিয়ে নড়চড়া করি তবে বীর্য বাহির করি না।? (4)
  2. একটা বিচি ছোট আর একটা সামান্য বড় কোন সমস্যা হবে কি? (2)
  3. মাসিক শেষ হওয়ার 9 দিন পর সহবাস করেছিলাম। তাও কিছুক্ষণ অল্পসময়ের জন্য তিন থেকে চার বার । আমার জানা মতে, বীর্য ভিতরে যায়নি, তবুও ভয়ে আছি। শুয়ে করেছিলাম। গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে কি? (3)
  4. শিক্ষা জীবনে জিপিএ কম, এর প্রভাব কি হতে পারে? (3)
  5. কিডনি সমস্যা থাকলে ডাবের পানি, আনারস,বেলের সরবত এগুলো খাওয়া যাবে কি? (3)
  6. প্রস্রাবে ইনফেকশন হলে কি ঔষধ খেতে পারি? (1)
  7. 10kg ভরের একটা বস্তুর উপর 10s ব্যাপী 10N বল প্রয়োগ করা হয়েছে। ১)বস্তুটির গতিশক্তি কত ২)20s পরে গতিশক্তি কত হবে? (1)

বিভাগসমূহ

নোটিশ

এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Answers Bangla কর্তৃপক্ষ বহন করবে না ৷
...