এখানে প্রমাণিত যে প্রেমটা একতরফা নয়। আপনিও তাকে ভালোবাসেন কিন্তু মায়ের জন্য কোন সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই বলব,
১. মাকে বুঝিয়ে বলুন। যেহেতু আপনার সব ইচ্ছা সে পুরন করেছে এটাও করবে।
২. মেয়েটিকে ভূলে যান। যদি মাকে না বুঝাতে পারেন তাহলে এটা করতেই হবে।
# মায়ের অবাধ্য হয়ে কোন কিছু করলে সুখি হতে পারবেন না।