সুয়েজখালে : হাঙর শিকার উৎস
আলোচ্য ‘সুয়েজ খালে : হাঙ্গর শিকার’ নিবন্ধটি স্বামী বিবেকানন্দের লেখা ‘পরিব্রাজক’ গ্রন্থের অন্তর্ভুক্ত।
এই গ্রন্থের ৭১তম অনুচ্ছেদ থেকে ৮২তম অনুচ্ছেদ পর্যন্ত অংশ থেকে আমাদের আলোচ্য নিবন্ধটি সংকলিত হয়েছে। ১৮৯২ খ্রিস্টাব্দে ২০ জুন বিবেকানন্দ গোলকুণ্ডা জাহাজে চড়ে দ্বিতীয়বার বিদেশ যাত্রা করেন এবং তাঁর সঙ্গী ছিলেন স্বামী তুরীয়ানন্দ এবং ভগিনী নিবেদিতা। সেই সময়পর্বে বিদেশের বিভিন্ন জায়গায় থাকাকালীন সেই ভ্রমণবৃত্তান্ত স্বামী বিবেকানন্দ লিখে পাঠাচ্ছিলেন ‘উদ্বোধন পত্রিকা’-র তৎকালীন সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দকে। চিঠির আকারে লেখা সেই ভ্রমণ বৃত্তান্ত ‘উদ্বোধন’ পত্রিকায় মোট ১৪টি সংখ্যায় প্রকাশ পেয়েছিল ‘বিলাতযাত্রীর পত্র’ নামে যার পরে নামকরণ হয় ‘পরিব্রাজক’।