0 votes
ওষুধ এর কাজ বিভাগে -
ম্যাগাকন (Magacone) এর কাজ, ব্যবহারের নিয়ম
55 বার দেখা

1 টি উওর

0 votes
-
ম্যাগাকন (Magacone) এ আছে Magaldrate + Simethicone (ম্যাগালড্রেট + সিমেথিকোন)। ম্যাগাকন (Magacone) এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, মিথষ্ক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, মাত্রাধিক্যতাঃ

ইহা ম্যাগালড্রেট ও সিমেথিকনের একটি মিশ্রন। ম্যাগালড্রেট (ম্যাগনেসিয়াম এ্যালুমিনিয়াম অর্থাৎ হাইড্রোক্সিম্যাগনেসিয়াম এ্যালুমিনেট) সমৃদ্ধ যৌগ যাহা পাকস্থলীর pH -কে ৫-৬ এর বেশী না বাড়িয়ে অতিদ্রুত গ্যাস্ট্রিক এসিডকে প্রশমিত করে। ইহা পেপসিনের কার্যকারিতাকেও কমিয়ে দেয়। এর আরেকটি উপাদান সিমেথিকন যা পেটের মধ্যে জমে থাকা গ্যাসকণাগুলোকে একত্রিত করে শরীর থেকে বের করে দিয়ে পেট ফাঁপা থেকে মুক্তি দেয়।

কাজ
পেপটিক আলসার, রিফ্লাক্সজনিত খাদ্যনালীর প্রদাহ, বুক জ্বালা, বদহজম এবং পেটফাঁপা। অক্সিকোন-এমএস মিউকাস-আবদ্ধ ও অপারেশন পরবর্তী গ্যাস জনিত লক্ষণ দূর করতে নির্দেশিত।

থেরাপিউটিক ক্লাস
Antacids, Anti-dyspeptic/Carminativesমাত্রা ও সেবনবিধি
ট্যাবলেট ও ১-৪ টি চুষে খাবার ট্যাবলেট আহারের ১-২ ঘন্টা পরে এবং রাতে শােবার সময় খেতে হবে।ট্যাবলেট চুষে খেতে হবে।ইহা পানি দিয়ে গিলে খাওয়া যাবে না।সাপেনশন ও ১-৪ চা চামচ আহারের ১-২ ঘন্টা পর এবং রাতে শােবার সময় বা যখন প্রয়ােজন। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।পার্শ্ব প্রতিক্রিয়া
ম্যাগালড্রেট এবং সিমেথিকোন সুসহনীয়, মাঝে মাঝে অল্প সংখ্যক রােগীর মৃদু কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

সতর্কতা
বৃক্কের অসমকার্যকারিতা, হাইপোফসফেটেমিয়া ও দূর্বল রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

ঔষধের মিথষ্ক্রিয়া
ম্যাগালড্রেট টেট্রাসাইক্লিন এর সাথে ব্যবহার করা উচিৎ নয়। ইহা প্রোপ্রানোলল, আইসোনিয়াজাইড, প্রেডনিসোলন ও ন্যাপ্রোক্সেন-এর বায়ো-এভেইলেবিলিটি ও বিশোষন কমিয়ে দেয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার
প্রেগন্যান্সি ক্যাটাগরি-সি, তাই গর্ভাবস্থায় প্রয়ােজন অনুসারে ব্যবহার করতে হবে। দীর্ঘদিন উচ্চ মাত্রায় সেবন পরিহার করা উচিত। শিশুদের ক্ষেত্রে যথাযথ রােগ নিরুপণ না হওয়া পর্যন্ত ৬ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

মাত্রাধিক্যতা
Over dosage with this formulation is a rare case.

প্রতিলক্ষণ
রুদ্ধ আন্ত্রিকনালী, বৃক্কীয় অকার্যকারিতা, এপেন্ডিসাইটিস, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, এ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও সিমেথিকন এর প্রতি অতিসংবেদনশীলতা।

✓✓ সম্পর্কিত প্রশ্নসমূহ নেই

13 জন অনলাইনে আছেন
সদস্য 0 অতিথি 13 আছেন
আজকে ভিজিটর : 4564
গতকাল ভিজিটর : 25247
সর্বমোট ভিজিটর : 6440671

জনপ্রিয় প্রশ্নসমূহ (গত 30 দিনের)

  1. আমি একজন প্রবাসি।আমার বয়স ২৫বছর। আমি না বুঝে ই হস্তমৈথুন শুরু করেছিলাম। গত  ১৪বছর ধরে আমি হস্তমৈথুন করছি। কিন্তু এখন আমার লিঙ্গ চিকন ও ছোট হয়ে গেছে । লিঙ্গ ও অন্ডকোশ পূর্বের জায়গা থেকে সরে নিচে ঝুলে গেছে। লিঙ্গ আগের মতো আর দাড়ায় না। অনুভূতি অনেক কম। দূশ্চিন্তায় এখন আমি চাকরি করতে পারছিনা। খেতে পারছিনা,ঘুমাতে পারছিনা।এখন‌ এ সমস্যা কী সম্পুর্ন ভালো করা সম্ভব ভবিষ্যতে কি আমি সন্তান জন্ম দিতে পারব আমি কি আমার স্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবোবি:দ্র: এখন হস্তমৈথুন বাদ দিয়েছি ১ মাস হলো তার পরেও মাঝে মধ্যে হাত দিয়ে নড়চড়া করি তবে বীর্য বাহির করি না।? (4)
  2. একটা বিচি ছোট আর একটা সামান্য বড় কোন সমস্যা হবে কি? (2)
  3. শিক্ষা জীবনে জিপিএ কম, এর প্রভাব কি হতে পারে? (3)
  4. প্রস্রাবে ইনফেকশন হলে কি ঔষধ খেতে পারি? (1)
  5. কিডনি সমস্যা থাকলে ডাবের পানি, আনারস,বেলের সরবত এগুলো খাওয়া যাবে কি? (3)
  6. মাসিক শেষ হওয়ার 9 দিন পর সহবাস করেছিলাম। তাও কিছুক্ষণ অল্পসময়ের জন্য তিন থেকে চার বার । আমার জানা মতে, বীর্য ভিতরে যায়নি, তবুও ভয়ে আছি। শুয়ে করেছিলাম। গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে কি? (3)
  7. আজকে ২২ ক্যারেট সোনার দাম কত এবং ২১ ক্যারেট সোনার দাম জানতে চাই (0)

বিভাগসমূহ

নোটিশ

এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Answers Bangla কর্তৃপক্ষ বহন করবে না ৷
...