১। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬১ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
২। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
৩। তিনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৪১ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন।
৫। তাঁর পিতার নাম কী?
উত্তর : তাঁর পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৬। ‘জন্মভূমি’ কবিতাটির কবি কে?
উত্তর : ‘জন্মভূমি’ কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
৭। কোনটি কবিকে আকুল করে?
উত্তর : ফুলের গন্ধ কবিকে আকুল করে।
৮। কবির কাছে মাতৃভূমি কিসের মতো?
উত্তর : কবির কাছে মাতৃভূমি মায়ের মতো।
৯। কার জনম সার্থক?
উত্তর : কবির জনম সার্থক।
১০। কবি দেশকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর : কবি দেশকে মা বলে সম্বোধন করেছেন।
১১। দেশের ছায়ায় কার অঙ্গ জুড়ায়?
উত্তর : দেশের ছায়ায় কবির অঙ্গ জুড়ায়।
১২। বনের ফুলের ঘ্রাণ কী রকমের?
উত্তর : বনের ফুলের ঘ্রাণ আকুল করা।
১৩। চাঁদ কোথায় ওঠে?
উত্তর : চাঁদ গগনে (আকাশে) ওঠে।
১৪। আঁখি মেলে কবি প্রথম কী দেখেছেন?
উত্তর : আঁখি মেলে কবি প্রথম দেশের আলো দেখেছেন।
১৫। কবির চোখ কী দেখে জুড়াল?
উত্তর : কবির চোখ দেশের আলো দেখে জুড়াল।
১৬। ‘জন্মভূমি’ কবিতা কোন দেশকে উদ্দেশ করে লেখা?
উত্তর : ‘জন্মভূমি’ কবিতা বাংলাদেশকে উদ্দেশ করে লেখা।
১৭। দেশের আলোতে নয়ন রেখে কবি কী করবেন?
উত্তর : দেশের আলোতে নয়ন রেখে কবি নয়ন মুদবেন।
১৮। ‘মুদব নয়ন’ দ্বারা কবি কী ইঙ্গিত করেছেন?
উত্তর : ‘মুদব নয়ন’ দ্বারা কবি মৃত্যুকে ইঙ্গিত করেছেন।
১৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।